Polaroid
HomeBlogAbout me
Tags: facebook

ফেইসবুক আইডি হ্যাক থেকে বাঁচানোর উপায়

আসসালামু ওয়ালাইকুম । প্রাত্যহিক জীবনে ফেইসবুকের কোন বিকল্প নেই । আর সেটা ব্যবহার করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় । যেমন ব্লক খাওয়া , ফটো ভেরিফিকেশনে পরা , কিছু ভুলের জন্য আইডিটা চুরি হয়ে যাওয়া । আজকে সে বিষয় নিয়ে কথা বলব । কেন আইডি চুরি হয়ে যায় ? আপনার প্রাইবেসি settings ভালোভাবে না রাখার কারনে এ সমস্যা হয় । আসুন জেনে নিই কি করলে আইডি হ্যাক হবেনা । ১. go.. settings and privacy>privacy ২. এখন কন্টাক্ট ইনফরমেশানে যান ৩. সবগুলো তথ্য Only me করে দেন । ৪. আপনার একাউন্ট ব্যবহৃত নাম্বার এবং ইমেইল কাউকে দিবেন না । ৫ . কেউ ইনবক্সে যদি কোন সাইট পাঠায় তবে সে সাইটে প্রবেশ করবেন না এতে আপনার পাসওয়ার্ড চলে যাবে । এবং আপনার একাউন্ট লগ আউট হয়ে যাবে । আপনি বুঝতে পারার আগেই হ্যাকার পাসওয়ার্ড চেন্জ্ঞ করে ফেলবে । এমনকি সবকিছুই । হ্যাকার আপনাকে নিচের ধরনের সাইট পাঠাতে পারে । যেমন : thanks you will get one site . ~http://rounds.com/আপনার নাম ? এই ধরনের সাইটে প্রবেশ করবেন না । ৬.আর এই তথ্য গুলো মেনে চললে আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না । ~thanks all my facebook link http://facebook.com/rj.sabbir.923
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE